সিরাজগঞ্জে এবার ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রাম পুলিশ মিলন খাঁকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। সে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের মৃত মজনু খাঁর ছেলে। তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এস আই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে গাঁজাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।